ঢাকার রাস্তায় তীব্র যানজট
ঢাকার রাস্তায় গাড়ির জট
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালে রাজধানীর কয়েকটি সড়কে প্রায় আধাবেলার জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে কিছু সড়কে যানজট দেখা দেয়।
বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে এ ম্যারাথন শুরু হয় রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায়। শেষ হয় হাতিরঝিলে এসে। এতে অংশ নেন দেশি-বিদেশি অ্যাথলেটরা।
বিজ্ঞাপন
কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকার প্রভাব পড়ে রাজধানীর সড়কগুলোতে। কাকলী, গুলশান-২, গুলশান-১ ও এর আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সকাল ১০টায় মহাখালী রেল ক্রসিংয়ে যানজট প্রকট আকার ধারণ করে।
বিজ্ঞাপন
যানজটের বিষয়ে অটোরিকশাচালক মো. হানিফ ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল থেকেই গাড়ি চলছে না শোনার পর বিমানবন্দর সড়ক হয়ে চলাচল করিনি। মিরপুর-১০ নম্বর থেকে ট্রিপ নিয়ে এখন আটকে আছি মহাখালীতে।’
এভাবে মহাখালী, বনানী, তেজগাঁওসহ আশপাশে যানজট ছিল। কোথাও গাড়ির গতি ছিল ধীর, আবার কোথাও রয়েছে একেবারেই থেমে।
ম্যারাথন উপলক্ষে গাড়ি চলাচল, পার্কিংসহ কয়েকটি বিষয়ে বিশেষ কিছু নির্দেশনা আগেই দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বনানী-হাতিরঝিলসহ আশপাশের সড়কে ম্যারাথনের সময় যানজট এড়াতে সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত যানবাহন ও ব্যক্তিদের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানায় ডিএমপি।
যানজটের কারণে আজ সকালে কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। বেলা বাড়লেও রাস্তায় রাস্তায় যাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। প্রগতি সরণিতে যানজট ছিল সকাল থেকেই। মালিবাগ থেকে শুরু করে রামপুরা, বনশ্রী, বাড্ডা হয়ে যানজট গিয়ে ঠেকে কুড়িল পর্যন্ত।
বেলা সাড়ে ১১টায় মালিবাগ মোড়ে বলাকা পরিবহনের চালক মো. বাবুল বলেন, সকাল থেকেই ১০ মিনিটের রাস্তায় আধা ঘণ্টা লাগছে।
মতিঝিল শাপলা চত্বর থেকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসচালক আগারগাঁওয়ে পৌঁছান আড়াই ঘণ্টায়। তিনি বলেন, কী কারণে জ্যাম বুঝতাছি না।
সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে যেতেই রাস্তায় নাভিশ্বাস ওঠে সরকারি চাকরিজীবীদের। হেঁটে সচিবালয়ের সামনে আসা রাশেদ উদ্দিন বলেন, পল্টনেই গেছে ২৫ মিনিট। উত্তরার বাসা থেকে বের হয়ে বাস ধরে চলতে থামতে হয়েছে সব সিগন্যালে। অন্যান্য দিন এত যানজট হয় না।
মহাখালী বাস টার্মিনাল এলাকায় বেলা ১টার দিকে যানজটের বড় কারণ ছিল বড় বাস ও ট্রাকের বিশৃঙ্খল চলাচল। সাতরাস্তা, তেজগাঁওসহ আশপাশের সব অলিগলিতেও ছিল গাড়ির জট।
তেজগাঁওয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য মো. কামরান ঢাকা পোস্টকে বলেন, হাতিরঝিল বন্ধ থাকায় কিছুটা প্রভাব পড়েছে। তবে আমরা যানজট নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।
রোববার ভোর সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকে। ফলে বহু গাড়ি হাতিরঝিল হয়ে চলতে পারেনি।
তবে যানচলাচলে মানা করা হলেও হাতিরঝিলে পায়ে হেঁটে ভেতরে ঢুকতে পারেন দর্শনার্থীরা।
উল্লেখ্য, রোববার সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী এ ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন। সে সময়ে তিনি বলেন, ‘পুরো বিশ্বে এখন পর্যন্ত বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া ক্ষেত্রে এ আয়োজন একটা মাইলফলক হয়ে থাকবে।’
সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী, গুলশান-২ এবং গুলশান-১ হয়ে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করে। দলটি যখন যে সড়ক দিয়ে গেছে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে।
পিএসডি/এফআর