৫০ বছর পরও বিজয়ের শত্রুরা তৎপর : কাদের
ওবায়দুল কাদেরের ফাইল ছবি
‘বিজয়কে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন,‘৫০ বছর পর এখনও বিজয়ের শত্রুরা তৎপর, এখনও তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। বিজয়কে সুসংহত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে।’
বিজ্ঞাপন
রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এখনও তারা (সাম্প্রদায়িকরা) দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধক। এই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করাই হবে প্রধান লক্ষ্য।’
বিজ্ঞাপন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে, এই বিজয়ের সুফলকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক শত্রুরা এখনো তৎপর।’
উল্লেখ্য, ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখান থেকে ইংল্যান্ড ও ভারত হয়ে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে পা রাখেন জাতির জনক। সেদিন বঙ্গবন্ধুর আগমনেই ৯ মাসের যুদ্ধ শেষে বাঙালি জাতির বিজয়ের উল্লাসের পূর্ণতা পায়।
এইউএ/এফআর