রাষ্ট্রদূতের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা

দেশের অর্থনীতিতে অবদান রাখায় ইতালিতে বসবাসরত পাঁচ প্রবাসী বাংলাদেশি নাগরিক ও একটি ব্যবসা প্রতিষ্ঠানকে রেমিট্যান্স পুরস্কার সম্মান দিয়েছে ইতালির বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে একজন নারী ব্যবসায়ীও রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার (৮ জানুয়ারি) ইতালির বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ‘আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০২০’ উপলক্ষে রেমিট্যান্স পুরস্কার সম্মান দেয়া হয়।

মূলত ইতালি থেকে বাংলাদেশে ২০১৯ সালের জুলাই থেকে জুন ২০২০ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো পাঁচ বাংলাদেশি ও এক ব্যবসা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এ পুরস্কার বিতরণ করেন।

রেমিট্যান্স পুরস্কারপ্রাপ্তরা হলেন- কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ, মো. সফিউল্লাহ, কামরুল হাসান এবং মেহেনাস তাব্বাসুম।

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পায় বাংলা এসআরএল গ্রুপ।

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ দিতে ২০১৯ সালে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রেমিট্যান্স পুরস্কার চালু করে। 

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মহামারির ভয়াবহতার প্রেক্ষিতে ইতালি সরকারের পক্ষ থেকে আরোপিত কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এনআই/এফআর