মুচলেকা নিয়ে শতাধিক দোকান বন্ধ করে দিল পুলিশ
করোনা নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনে চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান খোলা রেখেছিলেন শতাধিক দোকানি। তবে তাদের মুচলেকা নিয়ে দোকানগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।
বুধবার (৭ জুলাই) দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।
বিজ্ঞাপন
এ বিষয়ে তিনি বলেন, হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দোকানপাট খোলা রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছিলেন ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে শতাধিক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। দোকানিরা সরকারি বিধি অমান্য করে আর দোকানপাট খোলা রাখবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।
অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের এসআই নুর এ হাবিব ফয়সাল, এসআই কবির হোসেন, এএসআই আবুল কালামসহ আরও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
কেএম/আরএইচ