ফাইল ছবি : সুমন শেখ

আজ দুপুরের পর ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও মেঘের ভেলার সাথে লুকোচুরি খেলবে রোদ। শুক্রবার (৯ জুলাই) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। 

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্য জানাতে তিনি বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ অনেকাংশ কম বৃষ্টি হবে। দুপুর থেকে মাঝেমধ্যে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে শেষ বিকেলে আকাশে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্যে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে ১২ মি.মি.। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কোথাও কোথাও হালকা ও সামান্য বৃষ্টিপাত হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

একে/এইচকে