পুরনো ছবি : সংগৃহীত

ফেরিতে যাত্রী ও সব ধরনের যাত্রীবাহী গাড়ি বন্ধে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ (শুক্রবার) থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স ফেরিতে পারাপার করতে পারবে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (​বিআইডব্লিউটিসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সারাদেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) চলছে। আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত লকডাউন বলবত থাকবে। গত ৫ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত (১২টা) পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো। এর আগে গত ১ জুলাই দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। তার আগে ২৮ জুন বিধিনিষেধ জারি করা হয়। 

এসএইচআর/এইচকে