শিল্প স্থাপনে তাসখন্দের সঙ্গে সমঝোতা স্মারক চায় বাংলাদেশ
বাংলাদেশের উদ্যোক্তাদের উজবেকিস্তানে টেক্সটাইল শিল্প স্থাপনে একটি সমঝোতা স্মারক প্রস্তুত করার জন্য দেশটিকে অনুরোধ জানিয়েছে রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।
রোববার (১১ জুলাই) উজবেকিস্তানের মন্ত্রী পদমর্যাদার ও টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব এন্টারপ্রাইজেসের (উজটেক্সটিলফর্ম) চেয়ারম্যান ইলখোম খাইদারভ উতকারোভিচ তাসখন্দের বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে যান। এ সময় রাষ্ট্রদূত এ অনুরোধ জানান।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত উতকারোভিচকে দ্রুত সময়ের মধ্যে দেশটিতে টেক্সটাইল শিল্প স্থাপনে একটি সমঝোতা স্মারক প্রস্তুত ও বাংলাদেশে পাঠানোর কথা বলেন। একইসঙ্গে তিনি দেশটিতে টেক্সটাইল শিল্প স্থাপনে যৌথ উদ্যোগের আহ্বান জানান।
জবাবে উতকারোভিচ রাষ্ট্রদূতের প্রস্তাবে রাজি হন। তিনি জানান, খুব শিগগিরই এ বিষয়ে একটি খসড়া চুক্তি পাঠানো হবে।
বিজ্ঞাপন
আগামী ১৫ ও ১৬ জুলাই মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলো যোগাযোগ বা কানেক্টিভিটি ইস্যুতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে বসতে যাচ্ছে। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইইউসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ ও জোটের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।
বৈঠকে রাষ্ট্রদূত উতকারোভিচকে ওই সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে সব ধরনের সহযোগিতা করার অনুরোধ জানান।
এনআই/এমএইচএস