গ্যাসের পাইপ লাইনে কাজের জন্য আজ দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, মিরপুর ১২, মিরপুর ১১, মিরপুর ১০ এবং মিরপুর ১০ থেকে মিরপুর ১৪ বাসস্ট্যান্ড পর্যন্ত পূর্ব পাশের এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক কম পাওয়া যাবে।

এএসএস/এসএসএইচ