করোনায় মৃত্যুবরণ করা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পরিবারকে দুই লাখ টাকা করে অর্থ সহায়তা দেবে নির্বাচন কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-১ শাখার যুগ্মসচিব মো. আবুল কাসেম।

আবুল কাসেম বলেন, ‘নির্বাচন কমিশনের যারা কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবারকে দুই লাখ টাকা এবং যেসব কর্মকর্তা আইসিইউ ব্যবহার করেছেন তাদের পরিবারকে দেড় লাখ টাকা করে অর্থসহায়তা দেওয়া হবে। এটা কোনো সরকারি ফান্ড না। এটা নির্বাচন কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির তহবিল থেকে দেওয়া হবে। আমরা প্রতিবছর আমাদের বেতনের একদিনের সমপরিমাণ চাঁদা দিয়ে এই কল্যাণ সমিতিটা চালাই।’  

তিনি বলেন, ‘আমাদের অনেকে এখনও বোঝেনি যে, তাদের করোনা হয়েছে কি না। অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে মারা গেছেন। তবে তাদের করোনা ছিল কি না এটা কিন্তু পরীক্ষা করা হয়নি। সরাসরি কোভিড নিয়ে মারা গেছেন চারজন। চারজনের মধ্যে একজন জেলা ও বাকি তিনজন উপজেলা নির্বাচন কর্মকর্তা।’

আবুল কাসেম জানান, ‘বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে করোনায় আক্রান্ত ৩০ জন কর্মকর্তা চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় আছে দুজন। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গুরুতর অবস্থা থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বাকি ২৮ জন হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন। শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে ১১২ জন নির্বাচন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।’  

তিনি আরও বলেন, ‘করোনায় আক্রান্ত সব নির্বাচন কর্মকর্তাদেরই নির্বাচন কমিশন থেকে সার্বিকভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনাররা, ইসি সচিব ও আইডিএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ফজলুল কাদের সর্বাত্মকভাবে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করছেন।’

এসআর/এনএফ