ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি দায়ের করা হয়।

মামলাগুলোর মধ্যে একটি করেছেন কাজী আনিসুর রহমান ও অপরটি অ্যাডভোকেট মো. সারোয়ার আলম।

আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত দুই বাদীর জবানবন্দি গ্রহণ করেন। নথি পর্যালোচনায় বিচারক পরে আদেশ দেবেন বলে জানান তিনি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জানুয়ারি সকাল ১১টায় হাইকোর্টের কদম ফোয়ারা চত্বরের সামনের ফটকে জাতীয় ঈদগাহ মাঠের গেটে ফুলবাড়িয়া মার্কেটের উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সাঈদ খোকন।

ওই মানববন্ধনে সাঈদ খোকন বলেন, ‘তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলছে। আমি তাকে বলব, রাঘববোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। কেননা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম তার নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে। তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিতে হবে। অথচ তিনি উল্টো কাজ করছেন।’

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর তাপস ডিএসসিসির শত শত কোটি টাকা তার নিজের মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। যার ফলে বিগত ১০ জানুয়ারি বিভিন্ন পত্রিকায় তাপসের শতকোটি টাকা নিজের ব্যাংকে স্থানান্তর করেছেন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

সাঈদ খোকনের এমন বক্তব্যে একজন আইনজীবীর মানহানি হয়েছে বলে মামলাটি দায়ের করা হয়।

টিএইচ/এমএইচএস