ফাইল ছবি

নতুন পাইপ লাইনের কাজের জন্য মঙ্গলবার (১২ জানুয়ারি) মিরপুরের পল্লবী, কালশি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে মিরপুরের পল্লবী, কালশি এলাকায় বিদ্যমান পাইপ লাইনের স্থানে নতুন পাইপ লাইনের কাজের জন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশ এলাকা, মিরপুর ১০ নম্বর গোল চক্কর থেকে ১৩ নম্বর সেক্টর পানির ট্যাঙ্ক পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা। এদিন ওইসব এলাকার গ্রাহকদের সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও এতে জানানো হয়।

এএসএস/এমএইচএস