২০ বছর সাজা খেটে কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ব্যক্তির নাম গোপাল চন্দ্র মন্ডলের (৪২)। তার কয়েদি নম্বর ছিল ৫১৩৯। তিনি দীর্ঘ ২০ বছর যাবত সাজা ভোগ করছিলেন।
বিজ্ঞাপন
জেলখানার কারারক্ষী সোহেল রানা জানান, রাত ১২টার দিকে গোপাল চন্দ্র মন্ডল অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে জানান, গোপাল চন্দ্র মন্ডলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এমএইচএস