‘সার্টিফিকেট নয়, সৎ ও মানবিক হও’ - শিক্ষার্থীদের আইজিপি
বক্তব্য দিচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘শুধু সার্টিফিকেট নয়। শিক্ষার উদ্দেশ্য নিজেকে পরিশুদ্ধ করা, নৈতিক মূল্যবোধসম্পন্ন সৎ ও মানবিক চরিত্র অর্জন করা। সেগুলো তোমাদের অর্জন করতে হবে।’
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ’ পালন করছে পুলিশের এলিটফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেবা সপ্তাহের শেষদিনে দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান করেছে র্যাব।
এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১১টায় র্যাব সদর দফতরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ‘দরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা, বই বিতরণ এবং সনদপত্র প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ব্যবহারিক জীবনে কোনটা ভাল আর কোনটা খারাপ তা বোঝার ক্ষমতা অর্জন করতে হবে। খারাপকে বর্জন, ভালকে অর্জন করতে হবে। শিক্ষকদের ভক্তি-শ্রদ্ধা, বড়দের সম্মান, ছোটদের বন্ধুর ভালবাসতে হবে।
তিনি বলেন, অবশ্যই অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। কেউ যেন অসৎ সঙ্গ না পায় সেজন্য অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আজ র্যাবের পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। বিশেষ করে অবহেলিত শিশুদের বই, শিক্ষা সামগ্রী এবং সহায়তা করা হচ্ছে। তাছাড়া অসহায় এসএসসি পরীক্ষার্থীদের প্রতিজন ১০ হাজার টাকা, জেএসসি পরীক্ষার্থীরা ৫ হাজার টাকা এবং প্রত্যেককে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বই দুটি দেওয়া হচ্ছে। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের প্রত্যেককে দেওয়া হচ্ছে তিন হাজার টাকা ও স্কুল ব্যাগ। প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী এ সহায়তা পাবেন।
র্যাব ডিজি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তার আহ্বানে দেশের সাড়ে সাতকোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। তিনি সব সময় দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। পাকিস্তানের কারাগারে থেকেও বাংলাদেশের স্বাধীনতার জন্য আপোষ করেননি। দেশের মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে।
এ সময় র্যাব মহাপরিচালক মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া বীর শহীদদের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি সম্মান জানান।
তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু করোনার পরিস্থিতির কারণে অনেক কিছু সংক্ষিপ্ত করতে হয়েছে। সম্প্রতি আমরা অন্ধদের মাঝে সাদাছড়ি ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করেছি। সাধারণ মানুষের বিষয়টি বিবেচনায় আমরা র্যাব সেবা সপ্তাহের কর্মসূচি নিয়েছি।
জেইউ/এমএইচএস