মাকে হত্যার দায়ে বাবাকে পুলিশে দিলেন ছেলে
পুলিশের হাতে রবিউল
পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন রবিউল নামের এক স্বামী। হত্যা করে পালানোর সময় তাকে তার ছেলে আটকে রাখেন। পরে ফোন করে বাবাকে তুলে দেন পুলিশে হাতে।
সোমবার (১১ জানুয়ারি) সকালে এমন ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে উত্তর কালশীর সিরামিক কারখানায়। স্বামীর হাতে নিহত ওই নারীর নাম সেলিনা খাতুন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক নায়মা ইসলাম। তিনি বলেন, উত্তর কালশীর সিরামিক কারখানায় রবিউল ও তার স্ত্রী সেলিনা কাজ করতেন। সোমবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল উত্তেজিত হয়ে সেলিনাকে জবাই করে হত্যা করেন। পালানোর সময় রবিউলকে তার ছেলে আটকে রাখেন। পরে তিনি নিজে ফোন দিয়ে বাবাকে পুলিশের হাতে তুলে দেন।
নায়মা ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পর এজাহার দেখে বিস্তারিত তথ্য জানানো যাবে।
বিজ্ঞাপন
এমএ/এইচকে