উদ্ধার হওয়া ইয়াবা ও ফেনসিডিল

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩ হাজার ৭শ ৫০ পিস ইয়াবাসহ হামিদুল গাজী (৩৫) ও রাফি আলম (৪০) নামে দুই মাদক কারবারি আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালামের দক্ষিণ কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক কারবারের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকা বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

অন্যদিকে ঢাকা জেলার সাভার থেকে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর আরেকটি দল।

সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, রোববার (১০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল সাভারের যাদুরচর এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি ব্যাগ থেকে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

আটকরা হলেন- মো. তুহিন হাওলাদার (২২), ও মো. শফিক (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলো। এছাড়াও আরো জানা যায়, গ্রেফতার মাদক কারবারি তুহিন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

জেইউ/এমএইচএস