হাটজুড়ে সারিবদ্ধভাবে সাজানো কোরবানির গরু। বেপারিরা অপেক্ষা করছেন ক্রেতার। কিন্তু সোনার হরিণ ক্রেতাদের নেই কোনো উপস্থিতি। মাঝে মধ্যে দুই-চারজন আসলেও খানিকটা উঁকি দিয়ে তারা ফিরে যাচ্ছেন।

শনিবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আশিয়ান সিটি সংলগ্ন কাওলার শিয়ালডাঙ্গা গরু-ছাগলের হাটে এমন দৃশ্য দেখা গেছে। হাট কমিটির দাবি দুই-একদিনের মধ্যে জমে উঠবে হাটটি। তখন ক্রেতাদের উপস্থিতিতে হাটে পা ফেলার জায়গা থাকবে না।

রাজধানীর কাওলা ও বিমানবন্দর থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে বসেছে কোরবানির গরু-ছাগলের এ হাটটি। হাটে প্রবেশ করতেই দেখা গেল ব্যবসায়ীরা তাদের গবাদিপশু নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ সকালের কাজ সেরে গরু নিয়ে বসে আছেন ক্রেতার অপেক্ষায়।

ক্রেতার চাপ না থাকায় শুক্রবার (১৬ জুলাই) রাতে হাটে আসা ব্যবসায়ীরা বিশ্রাম করে নিচ্ছেন। বছর ধরে পালন করা এসব গরু বিক্রি করে হাসি মুখে বাড়ি ফিরতে চান তারা।

হাটের প্রবেশ মুখেই হাত ধোয়া, অভিযোগ কেন্দ্র, জাল নোট শনাক্তের ব্যবস্থা রেখেছে কমিটি। তবে ক্রেতার উপস্থিতি কম থাকায় অনেকটা ফাঁকা দেখা গেলো এসব কেন্দ্রগুলো।

পাবনা থেকে গরু নিয়ে এসেছেন খামারি রিপন। ঢাকা পোস্টকে তিনি বলেন, দুই-একজন এসে দাম বলে চলে যাচ্ছেন। কেউ কেউ গরু দেখে ছবি তুলে নিয়ে যাচ্ছেন। প্রকৃত ক্রেতাদের খুব বেশি দেখা যাচ্ছে না। আশা করা যাচ্ছে ধীরে ধীরে ক্রেতার উপস্থিতি বাড়বে।

তিনি আরও বলেন, দুটি বড় গরু নিয়ে এসেছি। একটি সাড়ে ৮ লাখ টাকা আরেকটি আট লাখ টাকা দাম চাচ্ছি। আশা করছি ভালো দামেই বিক্রি করতে পারব। যদিও এখনো সেভাবে কেউ দাম বলেননি।

পাবনার কাজিরহাট থেকে গরু নিয়ে আসা মো. রাসেল উল্লাহ বলেন, সারা বছরের পরিশ্রমের ফসল বিক্রি করতে এসেছি। এই পশুই একমাত্র সম্বল। গরু বিক্রির টাকা দিয়েই সারা বছর পেট চলবে। আবার নতুন স্বপ্ন নিয়ে গরু লালন পালন করব। আশা করছি ভালো দামেই গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারব।

রাজধানীর এই হাট ঘুরে পশু দেখছেন আসফাক মিয়া। পছন্দ হলে দামাদামিও করছেন। তিনি বলেন, পশুর উপস্থিতি ভালো আছে, দামও মোটামুটি। খুব যে বেশি আবার খুব যে কম তা নয়। সব মিলিয়ে মনের মতো পশু কেনা যাবে। তবে অনেকেই একটু বেশি দাম চাচ্ছেন।

ছাগলের দাম অনেকটাই কম বলে দাবি করেছেন বিক্রেতারা। ময়মনসিংহ থেকে আসা মুক্তার আলী বলেন, ৩০টি ছাগল নিয়ে আসছি। এরমধ্যে ৫টা বিক্রি হয়েছে। দাম মোটামুটি নাগালের মধ্যেই আছে। দুই-চারজন ক্রেতা আসছেন, দাম জেনে চলে যাচ্ছেন। আরও সময় লাগবে হাট জমতে। হাটে ১০ থেকে ১৩ কেজি ওজনের ছাগল ১৩ থেকে ১৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

একে/এমএইচএস