রেড ক্রিসেন্টকে ২৪ লাখ মাস্ক সহায়তা ড্যানিশ রেড ক্রসের
করোনা পরিস্থিতি মোকাবিলায় ড্যানিশ রেড ক্রস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২৪ লাখ পিস মাস্ক দিয়েছে। সোসাইটির করোনা প্রতিরোধ কার্যক্রমে জড়িত স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় এসব মাস্ক ব্যবহৃত হবে।
রোববার (১৮ জুলাই) সোসাইটির সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে মাস্কগুলো হস্তান্তর করা হয়।
সংস্থাটি জানায়, দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সোসাইটির স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাদের ব্যক্তিগত সুরক্ষার গুরুত্ব বিবেচনায় এই জরুরি সহায়তা প্রদানে ড্যানিশ রেড ক্রস তাদের সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে এসেছে।
বিজ্ঞাপন
মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব, ভাইস চেয়ারম্যান মো. নুর-উর-রহমান, রয়্যাল ড্যানিশ রাষ্ট্রদূত প্রতিনিধি ও ড্যানিশ রেড ক্রসের বাংলাদেশ টিম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্থাটি আরও জানায়, আরেকটি অনুষ্ঠানে আজ সোসাইটির সদর দফতর প্রাঙ্গণে কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় সোসাইটির কর্মচারী ও দুস্থদের মধ্যে খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল চাল ৭.৫ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবণ ১ কেজি ও সুজি ৫০০ গ্রাম।
বিজ্ঞাপন
এনআই/জেডএস