বিদেশগামী শিক্ষার্থীদের ক‌রোনার টিকার আবেদন সংগ্রহের গুগল ফরমটি প্রযুক্তিগত ত্রুটির জন্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, ‘বিদেশগামী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আবেদন সংগ্রহের জন্য যে গুগল ফরমটি বিতরণ করা হয়েছিল কিছু অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত ত্রুটির জন্য লিঙ্কটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উল্লিখিত পরিপত্রের বাকি সব শর্ত ও অনুচ্ছেদ অপরিবর্তিত থাকবে।

যেসব আবেদনকারী ২১ ও ২২ জুলাই ওই ফরমে আবেদন করতে যেয়ে ব্যর্থ হয়ে vaccine.coronacell@mofa.gov.bd ই-মেইলে যোগাযোগ করেছেন, তাদের এ পরিবর্তিত গুগল ফরমটিতে পুনরায় আবেদন করার জন্য অনুরোধ রইল। পরবর্তী আবেদনকারীদের জন্য নির্দেশনা নতুন গুগল ফরমটি ছাড়া উক্ত পরিপত্র অনুযায়ী অভিন্ন থাকবে।

নতুন ফরম : forms.gle/KPa33LddmSKFPezd7
 
এনআই/এমএআর