ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগে ডাকাতদলের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

সোমবার (১১ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি জানিয়েছে র‍্যাব।
 
র‍্যাব-১০ উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ঢাকা পোস্টকে বলেন, র‌্যাব দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্য আটক করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- শামীম (২৪), ফয়সাল (২২), শাহজালাল হাওলাদার (২৪), সম্রাট সরদার (২১) ও  খায়রুল ফকির (২৭)। এসময় তাদের থেকে ৩ রাউন্ড অ্যামুনিশন, ৪টি চাকু, ৫টি মোবাইল ফোন ও নগদ ৩০১০ টাকা উদ্ধার করা হয়।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করত বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

এআর/ওএফ