ভারত থেকে ২০০ টন অক্সিজেনের দ্বিতীয় চালান আসছে
ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশের উদ্দেশে যাত্রা করছে। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশন জানায়, ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের দ্বিতীয় চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জুলাই) ভারতীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা করেছে। এ চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর মাধ্যমে মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত।
এর আগে, রোববার (২৫ জুলাই) ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছায়।
বিজ্ঞাপন
এনআই/ওএফ