বাঁশখালীর ৬ মাছ ধরার ট্রলার সাগরে ডুবে ৬ জন নিখোঁজ
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার চাম্বল এলাকার ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ছয়জন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বঙ্গোপসাগরের গ্যাসের টাংকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চাম্বল বাংলাবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভোরে বাঁশখালী থেকে ছয়টি ট্রলারে করে ৬০ জনের মতো জেলে সাগরে মাছ ধরতে যায়। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। ট্রলারে থাকা ৫৪ জন নিরাপদে উপকূলে ফিরে এলেও এখনও ছয়জনের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি তাদের উদ্ধারে।
ফিশিং ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাঁশখালীর চাম্বল এলাকার ২০টি ট্রলার মাছ ধরার জন্য মঙ্গলবার ভোর ৪টায় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল ৮টায় ঝড়ের কবলে পড়ে ছয়টি ট্রলার ডুবে যায়। এ সময় অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় ৫৪ জন উপকূলে ফিরে আসে।
বিজ্ঞাপন
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বাঁশখালীর ৬টি ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ডের সাথে যোগাযোগ করা হয়েছে।
কেএম/এনএফ