সাবেক সিনিয়র এএসপি শেখ মহিউদ্দীন মারা গেছেন
সাবেক সিনিয়র এএসপি শেখ মহিউদ্দীন
সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মহিউদ্দীন মারা গেছেন। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা যায়, শেখ মহিউদ্দীন ১৯৫৬ সালের ৫ নভেম্বর গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় বেদগ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আরও জানা যায়, শেখ মহিউদ্দীন ১৯৭৬ সালে পুলিশ বিভাগে যোগ দেন। ঢাকায় সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শেষ করেন তিনি। কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি সিআইডিতে কাটিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার বাদ জোহর প্রতীক গোল চত্বরে জানাজা শেষে তার মরদেহ গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
এমএসি/এসএসএইচ