দুটি ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি চায় মহিলা পরিষদ
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ঈদে বাবার বাড়িতে যাওয়া নববধূকে দলবদ্ধ ধর্ষণ এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটির দাবি, ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মঙ্গলবার (২৭ জুলাই) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বার্তায় এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
বার্তায় বলা হয়, গত ২৪ জুলাই রাতে ডুমুরিয়া উপজেলার একটি গ্রামে ঈদে নববধূ বাবার বাড়িতে বেড়াতে গেলে তাকে বাড়ির সামনের রাস্তায় নববধূকে একা পেয়ে তিন জন জোরপূর্বক পাশের একটি ঝুপড়ি ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সেই ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে। নির্যাতনের শিকার নববধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নববধূর মা ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে (১৯) প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করা হয়। গত ২৩ জুলাই আবারও ধর্ষণের প্রস্তাব দিলে কিশোরী তা প্রত্যাখ্যান করে। পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা মাদারগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
মহিলা পরিষদ বাস্তব কাজের অভিজ্ঞতায় লক্ষ্য করছে যে, বর্তমানে বাসস্থান, রাস্তা-ঘাট, গণপরিবহণসহ সর্বত্র নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে নারী ও শিশুর নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। নারী ও শিশুর স্বাধীন জীবন ও চলাচল অনিশ্চিত হয়ে পড়ছে। সামাজিক অবক্ষয়ের কারণে অভিভাবকরা সন্তানের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। এ পরিস্থিতিতে মহিলা পরিষদ নারী ও কন্যার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন।
উল্লেখিত দুই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ আইনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। ঘটনার শিকার নববধূ ও কিশোরীর সুচিকিৎসাসহ তাদের ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছে। নারীর স্বাধীন চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে।
জেইউ/ওএফ