সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ। ছবি: আইএসপিআর

টাঙ্গাইলের ঘাটাইলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চল পরিদর্শনকালে তিনি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধান ঘাটাইলের সাধারণ মানুষের জন্য সেনাবাহিনী পরিচালিত চিকিৎসা সেবা কার্যক্রমও পরিদর্শন করেন।

এসময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন।  

‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিবছরের ন্যায় এবারও শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

শীতকালীন প্রশিক্ষণ চলাকালে দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ কার্যক্রম এবং শীতবস্ত্র বিতরণ করছে সেনাবাহিনী।

এসআরএস