ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিচ্ছে সশস্ত্র বাহিনী
অনুষ্ঠান শেষে ৩০ জানুয়ারি তারা দেশে ফিরবেন
আগামী ২৬ জানুয়ারি ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে দেশটিতে গেল বাংলাদেশ সশন্ত্র বাহিনীর ১২২ সদস্যের একটি সমন্বিত কন্টিনজেন্ট। সেনা, নৌ ও বিমান বাহিনীর এ কন্টিনজেন্ট মঙ্গলবার (১২ জানুয়ারি) একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করে।
সমন্বিত কন্টিনজেন্টের নেতৃত্বে দেবেন কর্নেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।
বিজ্ঞাপন
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে ৩০ জানুয়ারি তারা দেশে ফিরবেন বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্টকে (মার্চিং ব্যান্ডসহ) ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে আমন্ত্রণ জানায়। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি কন্টিনজেন্ট গঠন করে সশস্ত্র বাহিনী।
বিজ্ঞাপন
আইএসপিআর বলছে, কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে।
এদিকে এক বিবৃতিতে ঢাকার ভারতীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের ইতিহাসে তৃতীয়বারের মত কোনও বিদেশি সামরিক বাহিনীর দলকে দিল্লীর রাজপথে কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
তার কারণ হিসেবে হাইকমিশন জানাচ্ছে, ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্ণ হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ অত্যাচার ও নিপীড়নের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৫০ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে, এখন তারা গর্বের সাথে রাজপথে মার্চ করবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা, ন্যায়বিচার ও তাদের জনগণের পক্ষে লড়াই করা সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনারা রয়েছে।
এই কুচকাওয়াজ ২৬ জানুয়ারি ২০২১ বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে হাইকমিশন।
এনএম/এসআরএস