৫০ হাজার পরিবারে দুই সপ্তাহের খাদ্যসহায়তা দিচ্ছে ব্র্যাক
মহামারি করোনা মোকাবিলায় দেশের মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে উন্নয়ন সংস্থাটি। ব্র্যাকের নতুন এ উদ্যোগের নাম ‘ডাকছে আবার দেশ’।
এ উদ্যোগে ব্র্যাককর্মীদের একদিনের বেতনসহ ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে মোট সাড়ে ৭ কোটি টাকা প্রদান করা হয়েছে, যা দিয়ে ৫০ হাজার পরিবারে দুই সপ্তাহের জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে ব্র্যাক।
বিজ্ঞাপন
শনিবার (৩১ জুলাই) ব্র্যাকের পরিচালক (কমিউনিকেশনস, লার্নিং অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট) মৌটুসী কবীর ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগটি গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র এবং করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
উদ্যোগটির অংশ হিসেবে ২৯ জুলাই ‘আলোয় আলোয় ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি গান প্রকাশ করেছে ব্র্যাক। গানটি গেয়েছেন জনপ্রিয় ব্যান্ড চিরকুটের লিড ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। গানের কথা ও সুর করেছেন সুমি নিজেই। গানের সংগীতায়োজন করেছেন ব্যান্ডের কিবোর্ডিস্ট জাহিদ নীরব।
‘ডাকছে আবার দেশ’ উদ্যোগের মাধ্যমে অনুদান পাঠাতে ক্লিক করুন এখানে।
এইচকে