নারায়ণগঞ্জের ফুলকলি সুইটসকে ৫ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের ফুলকলি সুইটস লিমিটেডের ফ্যাক্টরি
ভেজাল মেয়াদোত্তীর্ণ পণ্য ও খাওয়ার উপযোগী নয় এমন ক্ষতিকর রং দিয়ে মিষ্টি ও বেকারির খাবার তৈরির দায়ে ফুলকলি সুইটস লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
মঙ্গলবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় প্রতিষ্ঠানটির ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল।
বিজ্ঞাপন
বিএফএসএ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, ফুলকলি সুইটস লিমিটেডের ফ্যাক্টরিতে অভিযানকালে দেখা যায়, ফ্যাক্টরিতে লেবেলবিহীন বিভিন্ন উপকরণ দিয়ে মিষ্টি ও বেকারি খাবার তৈরি করা হচ্ছে। খাদ্য-পণ্য তৈরির জায়গায় অপরিষ্কার ও তেলাপোকা বিচরণ দেখা গেছে। তারা রেফ্রিজারেটরে ময়দার খামির, মসলা মিক্সচার ও রান্না করা খাদ্য একই সঙ্গে সংরক্ষিত করেছে। এছাড়াও খাবারে ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ ফুড এডিটিভ, পাউরুটি, মানুষের খাদ্যের অনুপযোগী রং ও ফ্লেভার। এসব অপরাধে ফুলকলি সুইটসের কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী পাঁচ লাখ টাকা জরিমানা করে অস্বাস্থ্যকর খাবার ও উপকরণ ধ্বংস করা হয়েছে।
এ সময় ফুলকলি কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।
বিজ্ঞাপন
অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া, খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক লিয়াকত আলী ভূইয়া এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআই/এমএইচএস