রাজধানীর একাধিক স্থানে পুলিশ বক্সে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে বিপুল পরিমাণ আইইডি তৈরির সরঞ্জামসহ গ্রেফতারের কথা জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম তাদের গ্রেফতারের তথ্য জানান। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।  

সোমবার (২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে রাজধানীর গুলিস্তানসহ ৫টি জায়গায় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার সঙ্গে নব্য জেএমবির পাঁচজনের এটি সেল জড়িত ছিল বলে এর আগে প্রথম জানিয়েছিল সিটিটিসি।

সর্বশেষ গত ১৭ মে  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়।  

জেইউ/এনএফ