স্বাস্থ্যকর্মী ও ব্যবসায়ীদের জন্য রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী
ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড-১৯ কার্যক্রমে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৭ হাজার ২০০ পিস মাস্ক ও ৭২০ পিস হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও কোকাকোলা ফাউন্ডেশনের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় ও আনন্দবাজার ব্যবসায়ী কমিটির কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
বুধবার (৪ আগস্ট) রেড ক্রিসেন্টের ব্রাহ্মণবাড়িয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সংস্থাটি জানায়, জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ ৫ হাজার পিস সার্জিকাল মাস্ক ও ৫০০ পিস হ্যান্ড স্যানিটাইজার এবং আনন্দবাজার ব্যবসায়ী কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মো. জালালউদ্দিন ২২০০ পিস মাস্ক ও ২২০ পিস হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেছেন।
রেড ক্রিসেন্ট জানায়, জেলার ৫০০ জন স্বাস্থ্যকর্মী ও ২২০ জন হকারের মাঝে জনপ্রতি ১০টি করে মাস্ক এবং একটি করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শফিকুল আলমের পক্ষে ইউনিট লেভেল অফিসার খ. এনায়েতুল্লাহ একরাম পলাশ আনুষ্ঠানিকভাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন।
সিভিল সার্জন ড. মো. একরাম উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট করোনার শুরু থেকেই জেলা স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করে আসছে। রেড ক্রিসেন্টের দক্ষ যুব ও স্বেচ্ছা সেবকরা চলমান টিকাদান কার্যক্রমেও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একত্রে কাজ করে যাচ্ছে।
আগামী ৭ আগস্ট থেকে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হতে যাওয়া কোভিড-১৯ টিকা ক্যাম্পেইনে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন একরাম উল্লাহ।
আনন্দবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. জালালউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় রেড ক্রিসেন্টের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ।
এনআই/এমএইচএস