রাজধানীতে আনসার আল ইসলাম সদস্য আটক
মো. ইসমাইল শেখ (৩২)
রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. ইসমাইল শেখকে (৩২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ দল মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে তেজগাঁও থানার আরজত পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। এসময় উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও দুটি মোবাইল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গত বছরের ৩০ সেপ্টেম্বর ও ২৩ ডিসেম্বর আনসার আল ইসলামের চার শীর্ষ সদস্যকে গ্রেফতার করে র্যাব-২।
পরবর্তীতে পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল শেখকে আটক করা হয়।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদে ইসমাইল জানান যে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র বই ও প্রচারপত্র বিলি করে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার সঙ্গে থাকা পুস্তিকা, লিফলেট ও মোবাইল থেকে জঙ্গিবাদে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।
তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পলাতক সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব।
জেইউ/ওএফ