ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়াজ আহমেদ

রাজধানীর গুলশান-২ এর এম্পোরি টাওয়ারে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারের সেন্ট্রাল এসিতে যান্ত্রিক ত্রুটি মেরামত করতে এসে নিহত হন টেকনিশিয়ান আজিজুল হক (৩২)। এসময় তার সহযোগীসহ কয়েকজন আহত হয়।

বুধবার (১৩ জানুয়ারি) ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়াজ আহমেদ।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভিসা সেন্টারের সেন্ট্রাল এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আজিজুল ও আরেকজন টেকনিশিয়ান আনে কর্তৃপক্ষ। পরে আজিজুল ও তার সহযোগী ১৪ তলা বিল্ডিংটির ছাদে এসির আউটবক্স মেরামত করতে যান। সেখানে বিস্ফোরণ ঘটলে আজিজুল ছাদেই মারা যায়। আর এই বিস্ফোরণের কারণে ভিসা সেন্টারের ভেতরের ২৫-৩০ শতাংশ ধ্বংস হয়ে যায়।

তিনি বলেন, এ বিষয়ের তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এখনই সঠিক কারণ বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে এসে কাউকে আহত পাইনি।

এ বিষয়ে গুলশান ডিপ্লোমেটিক জোনের ডিসি আশরাফুল ইসলাম বলেন, নিহত আজিজুলের বাড়ি ফরিদপুর। স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে নিয়ে রাজধানীর শাহাজাদপুরে থাকতেন। তিনি এসি টেকনিশিয়ান হিসেবেই কাজ করতেন।

ভিসা সেন্টারের কর্মকর্তা শরিফ আহমেদ বলেন, আমরা প্রথমে ১টা ৪০ মিনিটের দিকে বিকট শব্দ শুনে দ্রুত অফিস থেকে বের হই। বিস্ফোরণে অফিসের কাঁচের গ্লাস ও জিনিসপত্র ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় আমাদের ছয়জন সহকর্মী আহত হয়েছেন। পরে ছাদের ওপর থেকে টেকনিশিয়ান আজিজুলের লাশ ফায়ার সার্ভিস নামিয়ে আনে।

রাজধানীর গুলশান-২ এর এম্পোরি টাওয়ারে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজিজুল হক নামে একজন নিহত হয়েছেন। তিনি আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। 

এমএসি/ওএফ