বিএসএমএমইউ কোভিড ফিল্ড হাসপাতাল
‘তড়িঘড়ির উদ্বোধনে’ রোগীশূন্য প্রথম দিন
বিএসএমএমইউ কোভিড ফিল্ড হাসপাতাল
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় শনিবার (৭ আগস্ট) যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড ফিল্ড হাসপাতাল।
স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে হাসপাতালটি উদ্বোধন হলেও পর্যাপ্ত প্রস্তুতির অভাবে প্রথম দিনে কোনো রোগী ভর্তি করা সম্ভব হয়নি। তবে রোববার থেকে রোগী ভর্তি সম্ভব হবে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন বিএসএমএমইউয়ের অ্যানেস্থিসিয়া অ্যান্ড আইসিইউ ডিপার্টমেন্ট কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আজ আনুষ্ঠানিকতা সারার পরও ভেন্টিলেটর প্রস্তুত করাসহ কিছু কাজ বাকি থাকায় রোগী ভর্তি নেওয়া হয়নি। আশা করছি, কাল থেকেই রোগী ভর্তি করা যাবে।
আবুল কালাম আজাদ বলেন, মন্ত্রীর উদ্বোধনের কারণে তড়িঘড়ি করে কোনোভাবে আজকের কাজ চালানো হয়েছে। কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে। কাজ চলছে।
বিজ্ঞাপন
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয় ৩৫৭টি শয্যা প্রস্তুত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৩৫৭টি শয্যা প্রস্তুত হলেও আনুষ্ঠানিকতা শেষে কিছু কাজ থাকে। সেগুলো সম্পন্ন হয়নি।
ভর্তির জন্য হাসপাতালে কোনো রোগীও আসেননি জানিয়ে তিনি আরও বলেন, আজ উদ্বোধন হলেও ভর্তির জন্য হাসপাতালে কোনো রোগী আসেননি। আর আমরাও বিষয়টি সেভাবে প্রচার করিনি।
কারা এ হাসপাতালে ভর্তি হতে পারবেন- জানতে চাইলে ডা. আজাদ বলেন, আমরা যতটুকু জানি, বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালে রেফার্ড ছাড়া কোনো রোগী ভর্তি করা হবে না। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, মিডফোর্ড হাসপাতালসহ অন্যান্য কোভিড হাসপাতালগুলোতে গুরুতর রোগীরা শয্যা না পেলে তাদের এখানে রেফার্ড করা হবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন।
কোনো রোগী প্রথম দিন কেন ভর্তি করা যায়নি, সে বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে, দুপুর ১২টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ফিল্ড হাসপাতালটি উদ্বোধন করেন। আজ থেকেই এখানে রোগী ভর্তি করা হবে বলে সেসময় জানানো হয়।
তখন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রথম দিনে ৩৫৭টি শয্যা নিয়ে আমরা হাসপাতালটি শুরু করেছি। প্রতিটি শয্যাতেই আইসিইউ রয়েছে। সবমিলিয়ে শিগগিরই হাজার শয্যার হাসপাতাল হবে এটি।
যা থাকছে এ ফিল্ড হাসপাতালে
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, প্রথম ধাপে ৬০০ শয্যার লক্ষ্য রয়েছে। রোগী বাড়লে দ্বিতীয় ধাপে ৪০০ শয্যা যুক্ত করা হবে। সব মিলিয়ে হাজার শয্যার কোভিড ফিল্ড হাসাপাতাল হবে এটি। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ৩৫৭ শয্যা নিয়ে হাসপাতালটি উদ্বোধন হয়েছে।
ফিল্ড হাসপাতালটিতে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আধুনিক লিফট, এস্কেলেটর এবং উন্নত টয়লেট ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করার জন্য দশ হাজার লিটারের একটি অক্সিজেন ভিআই ট্যাংক স্থাপন করা হয়েছে।
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের ওয়ার্ড এবং আইসিইউয়ের ভেতরে পর্যবেক্ষণ ডেস্ক রাখা হয়েছে। কোভিড ফিল্ড হাসপাতাল রোগীদের জন্য পথ্য, সুপেয় পানি, জরুরি ওষুধের ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ও সাধারণ শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ভর্তি হওয়া রোগীর পরীক্ষা-নিরীক্ষার জন্যও ব্যবস্থা থাকছে।
টিআই/আরএইচ