৯ জঙ্গি আত্মসমর্পণ করছে আজ
র্যাবের লোগো
জঙ্গি দমনে অন্য সংস্থাগুলোর তুলনায় সবচেয়ে বেশি সফল হয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এবার সে র্যাবের কাছেই আত্মসমর্পণ করতে যাচ্ছে নয় জঙ্গি সদস্য। ‘ডি-রেডিক্যালাইজেশন’ অ্যান্ড ‘রিহ্যাবিলিটেশন’ এর মাধ্যমে সন্ত্রাস ও চরমপন্থার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরবেন আত্মসমর্পণ করতে যাওয়া এসব জঙ্গিরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) র্যাব সদর দফতরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ‘নব দিগন্তের পথে’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব সদর দফতরে জঙ্গী আত্মসমর্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আরও উপস্থিত থাকবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাব মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
র্যাব সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করতে যাওয়া নয়জনের মধ্যে রয়েছেন দুইজন নারী ও সাতজন পুরুষ। তাদের সবাই প্রাপ্তবয়স্ক এবং ৩৫ বছরের মধ্যে। এখানে চিকিৎসক দম্পতি, প্রকৌশলী, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ আছেন। ডি-রেডিক্যালাইজেশন জঙ্গি গোষ্ঠীর মধ্যে- জেএমবি, নব্য জেএমবি, আনসার আল ইসলাম ও আনসারউল্লাহ বাংলা টিমের সদস্যরা রয়েছেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে র্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ ঢাকা পোস্টকে বলেন, কেউ তার ভুল বুঝতে পারলে অবশ্যই স্বাভাবিক জীবনে ফেরার অধিকার রয়েছে। তবে উগ্রপন্থী বা জঙ্গি সন্ত্রাসীদের উগ্রপন্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে ডি-রেডিক্যালাইজেশনের বিকল্প নেই।
তিনি বলেন, এ ৯ জঙ্গি আমাদের নেটওয়ার্কের মধ্যে ধরা পড়েছে। তবে তাদের কারো বিরুদ্ধে বড় ধরনের হামলা-নাশকতার অভিযোগ বা প্রমাণ নেই। তাদের প্রত্যেকে স্বাভাবিক জীবনে ফেরার আকুতির কথা জানিয়েছে। সেই পদক্ষেপের শুরু আত্মসমর্পণ।
র্যাবের এই কর্মকর্তা বলেন, শুধু আইনের আওতায় এনেই জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। কারণ, জেল খেটে বের হওয়ার পরও তারা উগ্রপন্থায় ফিরে হতে পারে। জেলের ভেতরও উগ্রপন্থা ছড়িয়ে দিতে পারে। তাই কাউন্সিলিংয়ের মাধ্যমে জঙ্গি বা উগ্রবাদীদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নতুন এ উদ্যোগের মাধ্যমে র্যাব তাদের (জঙ্গিদের) মানসিকতার পরিবর্তন ঘটাতে পারবে। র্যাবের ডি-রেডিক্যালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের সফল শুরু আজ।
জেইউ/এমএইচএস