মাঘের শুরুতে শীতের দাপটে কাঁপবে দেশ
শীতের সকালের পুরাতন ছবি
কথায় আছে ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। এ বছর মাঘ মাস শুরুর আগই শীতের তীব্রতা বাড়ছে। সঙ্গে আছে শৈত্যপ্রবাহ।
শুক্রবার (১৫ জানুয়ারি) শুরু হচ্ছে মাঘ মাস। এদিন থেকে দেশজুড়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়ার সম্ভাবনা আছে। এতে মাঘের শুরুতেই চরমে থাকবে শীতের দাপট। দেশের কোনো কোনো স্থানে তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আরও দুই-তিনদিন শীতের তীব্রতা একই রকম থাকবে। এরপর আরও বাড়তে পারে তীব্রতা। তবে দিনের চেয়ে রাতে শীতের প্রকোপ বেশি থাকবে।
উত্তরের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহটি এখন বিভিন্ন এলাকায় বিস্তৃত হচ্ছে। বুধবারের চেয়ে শৈত্যপ্রবাহের এলাকাও বৃদ্ধি পেয়েছে। প্রায় সপ্তাহখানেক থাকতে পারে এ শৈত্যপ্রবাহ। তবে কুয়াশার সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা এখনও দেখছে না আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্ন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদী ও মাঠে এই কুয়াশার পরিমাণ বেশি থাকবে। এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সকাল ৯টায় দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা
ঢাকায় ১৬ ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৭.১ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
যেসব অঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে
রাজশাহী, রংপুর, বদলগাছী, শ্রীমঙ্গল, তেঁতুলিয়া, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে। ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৬ শতাংশ। আর গতি ও দিক ছিল উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি.। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমাঞ্চল ও তার আশপাশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
বুধবার বিভিন্ন বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার টাঙ্গাইলে ১১ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহের নেত্রকোনায় ১৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীর বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রংপুরের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস, খুলনার চুয়াডাঙ্গায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সিলেটের শ্রীমঙ্গলে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
এদিকে শীতের দাপটে অনেকটাই কাবু হয়ে পড়েছে উত্তরবঙ্গের মানুষ। শীতের সঙ্গে হিমেল হাওয়ায় বিপাকে আছেন নিম্ন আয়ের মানুষেরা।
একে/এইচকে