চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত চীনা নাগরিক জি কুইনজনের সন্ধান মিলছে না। বুধবার (১১ আগস্ট) দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

সংশ্লিষ্টদের ধারণা, প্রকল্প সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জি কুইনজন চীনা কোম্পানির হয়ে পাইপমিস্ত্রির কাজ করতেন। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত (রাত সোয়া ৯টা) একজন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে একজন নিরাপত্তারক্ষী তাকে সাগরে মাছ ধরতে দেখেছেন। আগেও নাকি তিনি শখ করে সাগরে মাছ ধরছেন। সর্বশেষ তাকে সাগরে মাছ ধরতে দেখা গেছে। দুপুরে খাবারের সময় তার সন্ধান পাওয়া যায়নি। সমুদ্র পাড়ের ঘটনা। আমরা খোঁজ করছি। 

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপ এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। নিমার্ণের দায়িত্ব পালন করছে চীনা প্রকৌশলী প্রতিষ্ঠান। 

কেএম/আরএইচ