চিত্রনায়িকা পরীমণি ইস্যু নিয়ে নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন। সর্বশেষ আজ (বুধবার) সন্ধ্যায় পরীমণিকে নিয়ে তসলিমা নাসরিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঢাকা পোস্টের পাঠকদের জন্য তসলিমা নাসরিনের লেখাটি হুবহু তুলে ধরা হলো- ‘পরীমণির বাড়ি থেকে নাকি  ১২০টি খালি বোতল  জব্দ করেছে পুলিশ। কী করবে এই খালি বোতলগুলো দিয়ে, আমি সেটাই ভাবছি। সের দরে বিক্রি করবে, নাকি পুরোনো বোতলে নতুন মদ ঢেলে খাবে। বোতলগুলো নাকি স্ক্যান করতে ল্যাবে পাঠানো হয়েছে পরীমণির আঙুলের বা ঠোঁটের বা অন্য কোনও অঙ্গের কোনও দাগ পাওয়া যায় কিনা দেখতে।

বাংলাদেশের মতো চরম সভ্য দেশে ক্রিমিনালের এতই অভাব, দুর্নীতির এতই অভাব, লুটপাট ধর্ষণ আর খুন খারাবির এতই অভাব যে একটি অল্প বয়সী শিল্পীকে সবচেয়ে ভয়ংকর ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার ক্রাইম কী? তার বাড়িতে পার্টি হতো, সে মদ খেত, সে গরিব থেকে ধনী হয়েছে, কিছু লোকের সঙ্গে তার পরিচয় ছিল, কেউ তার প্রেমে পড়েছিল, কেউ তাকে গাড়ি গিফট করেছে (অবশ্য এক দিনের জন্য যে গাড়িটি সে শো রুমে থেকে এনেছিল টেস্ট ড্রাইভিং এর জন্য, টাকা দিতে অক্ষম বলে সেটি শো রুম ফেরত নিয়ে গেছে)।
 
ধর ধর মার মার শুরু হয়ে গেছে। অসহায় মেয়েটিকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে দেশের তাবড় তাবড় মহাপুরুষেরা। 
ক্রিমিনাল জেলে। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সুজলা সুফলা দেশ, যে দেশের মতো আর একটিও দেশ কোথাও খুঁজে পাবে নাকো কেউ, এখন ক্রাইমহীন চলবে।’

পিএসডি/ওএফ