পরিকল্পনা প্রতিমন্ত্রীকে যুক্ত করে একনেক পুনর্গঠন
নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে যুক্ত করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করতে এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
পুনর্গঠিত কমিটির চেয়ারপারসন হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিকল্প চেয়ারপারসন হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বিজ্ঞাপন
এছাড়া সদস্য হিসেবে আরও রয়েছেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী।
কমিটিতে সহায়তা দানকারী কর্মকর্তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থসচিব, পরিকল্পনা সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিব।
উল্লেখ্য, গত ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে ড. শামসুল আলমকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এদিন তার দফতর বণ্টন করে গেজেট জারি করে সরকার।
এসএইচআর/ওএফ