বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মধ্য বাড্ডার আদর্শ নগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে কবীর খা (৩০) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।
রোববার বেলা ১১টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের চাচাতো ভাই আব্দুল খালেক ঢাকা পোস্টকে বলেন, মধ্য বাড্ডায় আদর্শ নগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রড কাটার কাজ করছিলেন কবীর খা। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আসি। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুলাহ খান জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাড্ডা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এসএএ/আরএইচ
বিজ্ঞাপন