রাজশাহী পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১৩ ম্যাজিস্ট্রেট
রাজশাহী বিভাগে পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ১৩ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি (শনিবার) পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি এসব কর্মকর্তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ‘মোবাইল কোর্ট আইন- ২০০৯’ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
নিয়োগ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে যোগদান করবেন। বিভাগীয় কমিশনার প্রয়োজনে তার অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন করবেন।
বিজ্ঞাপন
এসএইচআর/ওএফ
বিজ্ঞাপন