প্রতীকী ছবি।

রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোহাম্মদ হানিফ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সোয়া আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী কবীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, বনানীর সৈনিক ক্লাবের পাশে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হম হানিফ। আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনি। 

তিনি আরও বলেন, হানিফ একটি কোম্পানিতে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায়। তিনি মৃত ইয়াকুব আলীর সন্তান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

এসএএ/এইচকে