রাজউকের অভিযানে ৪ ভবন মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা
রাজউক ভবন
ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে পরিচালিত অভিযানে ৪টি ভবন মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাজউকের আওতাধীন দুই সিটি করপোরেশন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানিয়েছে, এডিস মশার বংশ বিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে ৪টি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।
এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৮টি নির্মিত ও ২৭টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩১টি নির্মিত ও ৫৪টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এতে বিভিন্ন অসঙ্গতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২টি ভবনের মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এসময় ব্লিচিং পাউডার, মশানাশক স্প্রে এবং কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এএসএস/এইচকে