৭৬তম অধিবেশনে সাইড ইভেন্ট নিরুৎসাহিত করছে জাতিসংঘ
চলতি বছর করোনাভাইরাস পরিস্থিতির কারণে জাতিসংঘের আসন্ন ৭৬তম অধিবেশনে সাইড ইভেন্ট করার সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে স্বাস্থ্যবিধি মেনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সদর দফতরের বাইরে গুরুত্বপূর্ণ বিষয়ে সাইড ইভেন্ট আয়োজন করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতিসংঘের অধিবেশন চলাকালে সাইড ইভেন্ট করার বিষয়টি সংশ্লিষ্ট রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এখানে জাতিসংঘের অনুমোদনের প্রয়োজনীয়তা নেই। তবে জাতিসংঘের সদর দফতরে কোনো সাইড ইভেন্ট আয়োজন করতে হলে লজিস্টিক ও কারিগরি সহায়তার ব্যাপারে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করা হয় ।
এ বছর করোনা পরিস্থিতির কারণে জাতিসংঘের সদর দফতরে কোনো দেশেরই সাইড ইভেন্ট করার সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাটি। স্বাস্থ্যবিধির আলোকে জাতিসংঘের সাম্প্রতিক সাধারণ নির্দেশনার পরিপ্রেক্ষিতে বরাবরের মতো এবারও বাংলাদেশ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সদর দফতরের বাইরে গুরুত্বপূর্ণ বিষয়ে সাইড ইভেন্ট আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের পক্ষে অসংখ্য সাইড ইভেন্ট আয়োজন করেছেন। যার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষিত হয়েছে। এসব সাইড ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে কখনো জাতিসংঘের অনুমোদন গ্রহণের প্রয়োজন হয়নি।
এনআই/এসকেডি