১১ ভুয়া চাকরিদাতা আটক
ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানে র্যাবের অভিযান
ঢাকার আশুলিয়া থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ১১ প্রতারককে আটক করেছে র্যাব-৪। এ সময় চাকরিপ্রার্থী ২০ জন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
এছাড়া প্রতারকদের কাছ থেকে পাঁচটি আইডি কার্ড, ২০টি অঙ্গীকারনামা, ১৯টি ভেরিফিকেশন ফরম, চারটি অব্যাহতি ফরম, ২১টি আবেদন ফরম, ২২টি ট্রেনিংয়ের জন্য আবেদন ফরম, ২৫টি জীবন বৃত্তান্ত এবং ১৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন মো. ফাহিম রহমান (২২), মো. রবিউল (২০), মো. সাব্বির হোসেন (২২), মো. সবুজ মিয়া (১৮), মো. সাব্বির (১৮), মো. হারুন মিয়া (১৯), মো. হিমেল মিয়া (১৮), সোনিয়া আক্তার (২১), মৌসুমী (২৪), ফারজানা আক্তার (১৮) ও রোকেয়া আক্তার (১৮)।
সোমবার (১৮ জানুয়ারি) র্যাব-৪ এর সহকারী পরিচালক (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, মীম ফোর্স গার্ড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রোববার (১৭ জানুয়ারি) আশুলিয়ার গাজীরচট এলাকায় মীম ফোর্স গার্ড লিমিটেডের অফিসে অভিযান পরিচালনা করে ১১ জন প্রতারককে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে-বেনামে ভুঁইফোড় প্রতিষ্ঠান খোলে। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে অল্প শিক্ষিত, বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক-যুবতীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে, গত ১৫ জানুয়ারি ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা ২৩ প্রতারকে আটক করে র্যাব-৪।
রাজধানীর শাহ আলী, পল্লবী, কাফরুল ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় অভিযানে চাকরিপ্রত্যাশী ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
আটকরা হলেন- তাসলিমা সুলতানা (৩০), সায়মা ইসলাম (২৪), মৌসুমী আক্তার (২৮), মো. সাইফুল ইসলাম (৩০) ও মো. রাকিব হোসেন (২০), সুমনা খাতুন (১৯), মো.সোহেল ফরাজি (২৯), মোছা. শামীমা আক্তার (২৮), মো.কামরুজ্জামান (৩৩), মো. মশিউর রহমান(২৭), মোছা. সোহাগ (১৯), মো. রুবেল (২৮), মোছা. মমতাজ নায়রী (৪৪), মোছা. শাহীনূর আক্তার (২৭), মো. আব্দুল হামিদ (৩৮), মো. আব্দুল জব্বার (৩৬), গাজিউর রহমান (২২), মো. আব্দুস সালাম (৩৬), মাহামুদা খাতুন (৩০), মাসুম কবির (২৯), মো. ফরিদ ইমরান (২৬), এনামুল হক (২৭) ও মাহমুদা খাতুন (৩০)।
শুক্রবার (১৫ জানুয়ারি) র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এমএসি/এফআর