ঘন কুয়াশার সঙ্গে যোগ হচ্ছে বৃষ্টি
শীতে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ
নতুন বছরের প্রথম শৈত্যপ্রবাহের শুরুতে তাপমাত্রা অনেকটা কম থাকলেও গত দুইদিন কিছুটা বেড়েছে। তবে প্রায় এক সপ্তাহ ধরে বয়ে চলা শৈত্যপ্রবাহ আরও কিছুদিন থাকবে। সে সঙ্গে যোগ হতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এ কারণে শীতের দাপট আবার বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, শৈত্যপ্রবাহ চললেও দেশে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁ আর তেঁতুলিয়া ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, বৃষ্টির পর তাপমাত্রা আবারও কমে আসতে পারে। এ সময় রাতের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে, যা তীব্র শৈত্যপ্রবাহ তৈরি করবে। বেলা ১১টার পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
দেশের এখনও অনেক জায়গায় মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে, শ্রীমঙ্গল, বদলগাছী, ঈশ্বরদী, তেঁতুলিয়া, পাবনা, দিনাজপুর, নওগাঁ, পঞ্চগড়, চুয়াডাঙ্গাসহ আরও কয়েকটি এলাকা।
গত ২৪ ঘণ্টার পূর্বাভাসের মধ্যে রয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
সিনপটিক অবস্থার তথ্য তুলে ধরে আবহাওয়া অধিদফতরের জানিয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে, গতকালের চেয়ে ঢাকায় বাতাসের গতি ও দিক কিছুটা পরিবর্তন হয়েছে। পশ্চিম/উত্তরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি. গতি থাকবে। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৫ ভাগ।
মাঘে বাঘ পালানোর শীতের সঙ্গে যোগ হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। অন্যদিকে, রাস্তায় ঘন কুয়াশায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যান চলাচলে।
একে/এমএইচএস