ঢামেকে সকালে টিকা কেন্দ্রে চাপ, দুপুরে ফাঁকা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কেন্দ্রে সকালে চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা কমেছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। জরুরি বিভাগে বিদেশগামীদের এবং সাধারণ নাগরিকদের ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া বহির্বিভাগে ১ম ও ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
টিকা নিতে আসা সৌদিপ্রবাসী রুবেল ঢাকা পোস্টকে বলেন, আমি ফেনী থেকে এসেছি। দুপুরের দিকে মডার্নার ২য় ডোজ নিয়েছি। ভিড় ছিল না।
আরেক প্রবাসী শরীফুল ইসলাম এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। তিনি জানান, সকালের দিকে টিকা নিতে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে। বেলা বাড়তে থাকলে ভিড় কমেছে।
বিজ্ঞাপন
রহিমা আক্তার নামের আরেক টিকাগ্রহীতা বলেন, কিছুক্ষণ অপেক্ষার পরই টিকা নিতে পেরেছি।
জানতে চাইলে জরুরি বিভাগের বেজমেন্ট টিকা কেন্দ্রের ইনচার্জ জাকির খান ঢাকা পোস্টকে বলেন, আমাদের এখানে ১ম ডোজ বন্ধ। টিকা নেই। প্রবাসীদের টিকা দেওয়া হচ্ছে। মডার্নার ২য় ডোজের টিকাও দেওয়া হচ্ছে। প্রতিদিন ৮শ টিকা এখান থেকে দেওয়া হচ্ছে।
বহির্বিভাগের টিকা কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, আমরা সকাল থেকে এখন পর্যন্ত ৯শ জনকে টিকা দিয়েছি। ঢামেকের এই কেন্দ্রে ১ম ও ২য় ডোজ টিকা দেওয়া হচ্ছে। আমরা প্রতিদিন এক হাজার ডোজ টিকা প্রয়োগ করছি।
বহির্বিভাগের ওয়ার্ড মাষ্টার আবুল বাশার শিকদার ঢাকা পোস্টকে বলেন, সকালে টিকা কেন্দ্রে ভিড় ছিল। দুপুরের পর ভিড় কমেছে। পরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে প্রতিদিন দুপুর দুইটা পর্যন্ত সুশৃঙ্খলভাবে টিকা প্রয়োগ করা হয়।
এসএএ/এইচকে