চট্টগ্রাম নগরী ও ফেনীর বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ১২টি ফার্মেসিকে ৫ লাখ ৩৫  হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর উপ-পরিচালক (মিডিয়া) মো. নাসির উল হাসান খান বলেন, গোপন সূত্রে আমরা জানতে পারি ফেনী সদর এবং চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে মজুত করছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাবের তিনটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ফেনী সদরের টাউন ফার্মেসি, নগরীর দেওয়ানহাটরে নেহা ড্রাগ হাউজ, শতমূল বনজী চিকিৎসালয়, জুবলী রোডের নোবেল মেডিকেল হল, পাঁচলাইশের ফাতেমা ফার্মেমি অ্যান্ড সার্জিক্যাল, গাজী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল, রাবেয়া ফার্মেসি, এফ এস ফার্মেসি, ইদ্রিস ফার্মেসি, মেসার্স যমুনা ফার্মেসি, আজগর শাহ্ ফার্মেসি ও মেসার্স শাহ্ আমানত ফার্মেসিকে ৫ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এসব ফার্মেসি থেকে জব্দ করা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ধ্বংস করা হয়েছে।

কেএম/এসকেডি