মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান থানার ইমামগঞ্জ বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন : হাফিজুর রহমান আকাশ (১৮)ও  ইয়ামিন খান (২০)। এছাড়া আহতের নাম মো. রায়হান হোসেন (২০)।

নিহত আকাশের বাবা জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলেসহ আরও দুইজন বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ইমামগঞ্জ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে তারা তিনজনই আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার ছেলেসহ দুইজনের অবস্থা গুরুতর থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক ৭টা ২০ মিনিটে দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের বন্ধু আহাদ বলেন, আমাকেও ফোন দিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু আসতে পারিনি। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। দুর্ঘটনার পর আমরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আকাশ দশম শ্রেণির ছাত্র ছিল এবং ইয়ামিন এইচএসসি পাস করেছে এ বছর। আহত রায়হান এসএসসি পরীক্ষার্থী। আমাদের সবার বাড়ি সিরাজদিখান থানা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি দুটিকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত রায়হানের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

এসএএ/এসকেডি