জাপানি মা নাকানো এরিকোকে নিয়ে অপপ্রচার চালানো সব কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর জন্য গত বুধবার নির্দেশ দেন হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে ওই নারীকে নিয়ে তৈরি করা ৫৭টি ভিডিওর লিংক শনাক্ত করে সেগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লিংকগুলো পাঠান সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) মুহাম্মদ রেজাউল মাসুদ।

সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫৭টি লিংকের সঙ্গে বিটিআরসির চেয়ারম্যানকে একটি চিঠিও দেওয়া হয়।

চিঠিতে সিআইডি জানায়, নাকানো এরিকোর বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশনা পাওয়া গেছে। নির্দেশনার আলােকে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে এখন পর্যন্ত মােট ৫৭ টি ভিডিও শনাক্ত করেছে। পুলিশ আরও লিংক খোঁজার চেষ্টা করছে, তবে আপাতত এ ভিডিওগুলো অনলাইন থেকে অপসারণের ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হলো।

এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্ট জাপানি মাকে নিয়ে ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসির চেয়ারম্যান ও পুলিশের সাইবার টিমকে নির্দেশনা দেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বাবার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার কাজী মারুফুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে গত ৭ সেপ্টেম্বর জাপানি মা চিকিৎসক নাকানো এরিকোকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সব কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরোনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এছাড়া দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বেড়ানোর উদ্দেশে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েও আবেদন করা হয়। দুই শিশুর জাপানি মায়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ আবেদন দায়ের করেন।

এআর/এসকেডি