বাড়তে পারে তাপমাত্রা, কয়েক জায়গায় বৃষ্টির আভাস
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে। তবে অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
সারাদেশের তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী ৫ দিনের আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্ট এলাকায় ১৫ মিলিমিটার ও ঢাকায় বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার।
একে/এমএইচএস