রাজধানীর কদমতলী এলাকায় নকল রড, রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেলে পর্যন্ত কদমতলীর চারটি রড তৈরির কারখানায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নকল স্টিল রড, রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে এই অর্থদণ্ড প্রদান করেন।

রাতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কদমতলী এলাকায় এইচ আর রি-রোলিং মিলসকে ৯ লাখ টাকা, এসিয়া মোলডিং প্রাইভেট লিমিটেডকে ৩ লাখ টাকা, এইচ আলী রি-রোলিং মিলস লিমিটেডকে ৩ লাখ টাকা ও কদমতলী স্টিল মিলস লিমিটেডকে নগদ ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল স্টিল রড, রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এমএসি/এমএইচএস